Bengali Poem

 Ashis Bose

abhir ae prochastaky swagoto janai

 

আশীষ বসু

আমি থাকি অজ গ্রামেতে

তোমরা কলিকাতায়

আমার ভিটা মাটির

খড়ের চাল মাথায়

তোমরা থাক বহুতল

অট্টালিকা পরে

আমার বেড়ার দেয়ালেতে

উই পোকা ধরে

তোমাদের ঘর খানি

ডিসটেম্পার করা

আমার ডোয়া মাটিলেপা

আলপনাতে ভরা

আমার ঘরে লম্ফ জলে

তোমার ঘরে নিয়ন

কাঠের জালে রান্না আমার

তোমার মাইক্রওভান

এত তফাত তবু মোরা

এক সাতেতে থাকি

ভাই বলে ডাকো মোরে

আমিও তাই ডাকি

আমরা জেন একপরিবার

অরকুট মাঝে

এটা কেবল এক আকাত্মা

হলেই তবে সাজে-

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss

Make a free website Webnode