Bengali Poem
Ashis Bose
abhir ae prochastaky swagoto janai
আশীষ বসু
আমি থাকি অজ গ্রামেতে
তোমরা কলিকাতায়
আমার ভিটা মাটির
খড়ের চাল মাথায়
তোমরা থাক বহুতল
অট্টালিকা পরে
আমার বেড়ার দেয়ালেতে
উই পোকা ধরে
তোমাদের ঘর খানি
ডিসটেম্পার করা
আমার ডোয়া মাটিলেপা
আলপনাতে ভরা
আমার ঘরে লম্ফ জলে
তোমার ঘরে নিয়ন
কাঠের জালে রান্না আমার
তোমার মাইক্রওভান
এত তফাত তবু মোরা
এক সাতেতে থাকি
ভাই বলে ডাকো মোরে
আমিও তাই ডাকি
আমরা জেন একপরিবার
অরকুট মাঝে
এটা কেবল এক আকাত্মা
হলেই তবে সাজে-
No one has commented yet. Be the first!